নীতি সুদহার আপাতত আর বাড়ছে না
অনলাইন ডেস্ক: নীতি সুদের হার আপাতত আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি মনে করে, মূল্যস্ফীতি উঁচু পর্যায়ে থাকলেও মুদ্রানীতি সঠিক পথে রয়েছে। ফলে এখনই নীতি সুদহার আর বাড়ানোর প্রয়োজন নেই।
তবে ব্যাংকে আমানত বৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে কেন, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন কমিটির স্বাধীন সদস্যরা। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ৩ ডিসেম্বর। ঐ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে। এ ছাড়া নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) বিদ্যমান সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ এবং নিচের সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) হার ৮ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বৈঠকে সভাপতিত্ব করেন। মূল্যস্ফীতি প্রত্যাশিত পর্যায়ে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংক ওভারনাইট রেপো সুদহার বা নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করে।
নীতি সুদহার বাড়ানোর ঐ সিদ্ধান্ত ২৭ অক্টোবর থেকে কার্যকর হয়। তখন জানানো হয়েছিল, মুদ্রানীতিতে সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নীতি সুদহার বাড়ানো হয়েছে।