দেশের মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে: তারেক রহমান
অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার (আওয়ামী লীগ) পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল। দেশ রক্ষায় মানুষ এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে। মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে আমাদেরকে প্রস্তুত হতে হবে।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত ১৫ বছরে পলাতক স্বৈরাচার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। দেশকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে। অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দুর্নীতির উপর টিকে থাকতে চেয়েছিল এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই দুর্নীতি থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে তা প্রাইমারি স্কুল থেকেই শিক্ষার্থীদেরকে সচেতন করে গড়ে তুলতে হবে।
তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাইও ষড়যন্ত্রকারীদের অত্যাচারে শহীদ হয়েছেন। আমার মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে কীভাবে নির্যাতিত হয়েছেন আপনারা দেখেছেন। বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই।
তারেক রহমান আরও বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য বহু মানুষ জীবন দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দলের নেতাকর্মীরাই বেশি গুম খুন এবং অত্যাচারের শিকার হয়েছেন। ৬০ লক্ষাধিক নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন। এই দলটার কাছেই মানুষ বেশি প্রত্যাশা করে। আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ ও জাতির কথা চিন্তা করি এবং দেশের মানুষের জন্য কাজ করি। তাহলে আপনারা দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি বলেন, দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। আমরা চাই প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি নাগরিক একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠুক।
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের নামে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে। এতে মানুষ যুগ যুগ ধরে তাদেরকে স্মরণ রাখতে পারবে।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশায় নিযুক্ত নেতা-কর্মীরা তারেক রহমানকে প্রশ্ন করেন। এ সময় তিনি এবং কর্মশালার প্রশিক্ষকরা তাদের প্রশ্নের উত্তর দেন। প্রশিক্ষণ কর্মশালায় নেতাকর্মীরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার করেন।