ধর্ষণের অভিযোগে কলকাতায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগের চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ। ধর্ষণের একটি অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে একাধিক সূত্রমতে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল।

গ্রেপ্তার অভিযানের সময় সুনামগঞ্জের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করা হলেও সংশ্লিষ্টতা না থাকায় তাকে ছেড়ে দেয় পুলিশ।
শিলং পুলিশ, সংশ্লিষ্ট একটি সূত্র ও সেখানকার এক সাংবাদিকের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতারা ৫ আগস্ট সিলেট দিয়ে পালিয়ে শিলং যাওয়ার পর সেখানে অবস্থানকালে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও আরো দুজন পলাতক রয়েছেন।

তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু।
কলকাতা ও শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা হয় কালের কণ্ঠের। তারা বলেন, ‘আমরা যতটুকু জেনেছি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল এই অপকর্মের সঙ্গে জড়িত। কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি চারজন আসামি হয়েছেন। ষূত্র: দৈনিক কালের কণ্ঠ

Related Articles

Back to top button