যুক্তরাজ্যে ঝড়ে গাড়ির ওপর উপড়ে পড়ল গাছ, ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের বার্মিংহামে ঝড়ে গাছ উপড়ে চলন্ত গাড়ির ওপর পড়ে এক ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তির নাম কাহের হোসেন ওরফে শাহীন (৫৫)। বার্মিংহামে বসবাস করা কাহের রেস্তোরাঁ ব্যবসায়ী ছিলেন। বাংলাদেশে তাঁর বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলায়।
স্বজনেরা জানান, গত শনিবার স্থানীয় সময় বেলা তিনটার কিছু পরে বার্মিংহামের সাটন নিউ রোডে এ ঘটনা ঘটে। গাড়িটি কাহের চালাচ্ছিলেন। তিনি ছাড়া গাড়িতে আর কেউ ছিলেন না।
ছোট ভাই শাহ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ভাই গাড়ি চালিয়ে মেয়েকে অফিস থেকে আনতে যাচ্ছিলেন। পথে সাটন নিউ রোডে প্রচণ্ড ঝড়ে বড় একটি গাছ উপড়ে তাঁর গাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, ছয় মেয়ে ও এক ছেলের বাবা কাহের। তিনি ১৯৮১ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি সামাজিক সংগঠন বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ছিলেন।