ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাহমুদউল্লাহ
অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো ছক্কার মালিক হলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।
ইনিংসের ৩টি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দুইশো ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন মাহমুদুল্লাহ। ঐ তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে দুইশো ছক্কা পূর্ণ করেছেন তিনি।
২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯টি ও ১৪১টি টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ।