চীনের কাছে ১৯ গোল হারলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক: ওমানের মাসকটে চলমান অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে ১৯-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চীনের দাপট।
প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে শুরু করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও ৪ গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে ৪ গোলের পাশাপাশি শেষ কোয়ার্টারে ৫ গোল করে ম্যাচ শেষ করে ১৯-০ ব্যবধানে। ম্যাচজুড়ে বাংলাদেশের খেলোয়াড়দের চীনের আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে দেখা যায়।
এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম এশিয়া কাপ অংশগ্রহণ। জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপে রানার্সআপ হয়ে আসরটি নিশ্চিত করেছিল দলটি। তবে এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে তাদের পার্থক্য প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে।