সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি আগামী সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ঢাকায় আরো কয়েকটি বৈঠক করবেন তিনি।

ভারতের পররাষ্ট্রসচিব ৯ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরেন অফিস কনসালটেশন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।’

Related Articles

Back to top button