বিটকয়েনের মান সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ডলার ছাড়ালো

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে হু হু করে বেড়েই চলছে শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের (বিটিসি) মান। এবার সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করলো বিটকয়েন।

বাইন্যান্স প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে বিটকয়েনের মান ১০১০০০ ডলারে পৌঁছে যায়। দাম বৃদ্ধির হার ক্রিপ্টো মুদ্রা ৪.৪৯ শতাংশ।

মার্কিন নির্বাচনের আগে বিটকয়েনের মান সর্বোচ্চ ৭৩ হাজার ডলারে উঠেছিল। সমসাময়িক সময়েও এই কারেন্সির দর ছিল ৬০ হাজার ডলারের ঘরে।

বাইন্যান্সের আপডেট তথ্য বলছে, মার্কিন নির্বাচনের পরপরই ৭ নভেম্বর হঠাৎ করে ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের দাম ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৬ হাজার ডলার ছাড়িয়ে যায়। ১০ নভেম্বর সব রেকর্ড ভেঙ্গে ৮০,০০০ ডলারে পৌঁছে যায়। পরে ২১ নভেম্বর আগের সব রেকর্ড ভেঙে ৯৬৫৬৭ ডলারে পৌঁছেছে বিটকয়েনের মান।

বিশেষজ্ঞরা সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাস’কে বলেছিলছে, বিটকয়েন আগামী দিনগুলোতে সহজেই ১ লাখ ডলারে পৌঁছাতে পারে। বর্তমান বৃদ্ধির পর্যায়ে থাকলে ৩ লাখ ডলারে পৌঁছানোও অবাক করার মতো কিছু হবে না।

বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে- ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে একটি বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি হাবে পরিণত করার উচ্চাভিলাষী পরিকল্পনা এবং ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রক নীতি পর্যালোচনা।

বিনিয়োগকারীদের ক্রিপ্টোকারেন্সির প্রতি আকর্ষণের আরেকটি কারণ হলো, বিটকয়েন ভূ-রাজনৈতিক সংকটের সময়েও প্রতিরক্ষামূলক সম্পদ হিসাবে কাজে আসছে।

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এর দাম ওঠা-নামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে বিটকয়েন কারেন্সি মার্কেটে প্রকাশ করা হয়।

ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মূল্যবৃদ্ধির গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টো কারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম বাড়তে পারে।

Related Articles

Back to top button