দেশের মানুষের প্রাণহানিতে হৃদয় ভেঙেছে: সায়মা ওয়াজেদ

অনলাইন  ডেস্ক: দেশে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় মর্মাহত সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। কঠিন এই সময়ে নিজের মাকে দেখতে ও জড়িয়ে ধরতে না পারায় আক্ষেপও প্রকাশ করেন পুতুল।

সকাল ৬টা ৫১ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে পুতুল লেখেন, নিজের দেশ, ভালোবাসার দেশে এতো মানুষের প্রাণহানীতে আমার হৃদয় ভেঙে গেছে। এই সঙ্কটাপন্ন সময়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, তাকে আলিঙ্গন করতে পারছি না, এতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হ্যাশট্যাগ ব্যবহার করতেও দেখা যায় তাকে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সায়মা ওয়াজেদ। প্রথম বাংলাদেশি ও বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে এ দায়িত্ব পান তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতার একপর্যায়ে আন্দোলনের দাবি ‘এক দফায়’ রূপান্তরিত হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা।

Related Articles

Back to top button