কিস্তি আদায় ছাড়া খেলাপি ঋণ নবায়ন করতে পারবে না ফাইন্যান্স কোম্পানিগুলো
অনলাইন ডেস্ক: ফাইন্যান্স কোম্পানিগুলোর বিতরণ করা লিজ বা ঋণ শ্রেণিকরণ বা খেলাপি হিসাবে চিহ্নিত করার ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান মানা হচ্ছে না। কোম্পানিগুলো যে প্রক্রিয়ায় লিজ বা ঋণকে বস্তুগত সম্পদ দেখিয়ে খেলাপিযোগ্য লিজ বা ঋণকে নিয়মিত দেখাচ্ছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। প্রচলিত নীতিমালা অনুসরণ করে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের বিতরণ করা লিজ বা ঋণখেলাপি হিসাবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে কোনো খেলাপি ঋণ বা লিজকে নিয়মিত করতে হলে অনাদায়ী কিস্তির অর্থ নগদ আদায় করে খেলাপিমুক্ত করতে হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, কিছু ফাইন্যান্স কোম্পানি বস্তুগত মাপকাঠিতে শ্রেণিকরণযোগ্য ঋণ বা লিজকে নিয়মিত হিসাবে প্রদর্শন করছে। যা গ্রহণযোগ্য নয়। এখন থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোকে লিজ বা ঋণ শ্রেণিকরণ বা খেলাপি হিসাবে চিহ্নিত করার ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণ করতে হবে। সময়ে সময়ে ফাইন্যান্স কোম্পানিগুলোর নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে ঋণ বা লিজের শ্রেণি মানোন্নয়ন বা খেলাপি মান উন্নীতকরণে সম্ভব যা সমর্থনযোগ্য হলে প্রচলিত নীতিমালা অনুসরণ করতে হবে।