অভিনয়ে নতুন হয়েও এগিয়ে অভিনেতা শওকত শোভন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের বিনোদন জগতে নতুন মুখ শওকত শোভন অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মাঝে ইতোমধ্যেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। অভিনয়ে তার সহজাত দক্ষতা ও স্বতঃস্ফূর্ত উপস্থাপনা তাকে আলাদাভাবে পরিচিত করে তুলেছে।

শওকতের কাজগুলোতে রয়েছে ভিন্নতা ও বাস্তবধর্মী অভিনয়ের ছোঁয়া, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। অভিনয়ে তার এই জার্নি কেবল শুরু। তিনি জানিয়েছেন, ভালো গল্প এবং নতুন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিনিয়ত তৈরি করতে চান।

শওকত তার অভিনীত নাটক সম্পর্কে বলেন, মোশারফ করিম, অপূর্ব, নিশো ভাইয়ের অভিনয় দেখেই অভিনয় করতে আসা এখন তাদের কে অনুসরণ করেই কাজ করছি, যেহেতু মিডিয়াতে আমার খুবই অল্প সময় হয়েছে আসা, যার কারণে এখনো অনেকের সাথে কাজ করা হয় নাই, চেষ্টা করছি ভাল কাজ করার, দর্শক যদি আমাকে ভালোবাসে তাহলে অনেকদূর যেতে পারবো। এই পর্যন্ত অনেক চরিত্রে কাজ করেছি। আমি যেমন ঠিক তেমনি চরিত্রেই আমি কাজ করেছি। ব্যক্তি চরিত্রের বাহিরে নিজেকে ভাঙতে চাই দর্শকের জন্য। হিরো হিসাবে কাজ করতে চাই না, গল্প নির্ভর কাজ করতে চাই, দর্শক যেন আমাকে গল্পের চরিত্রে স্মরণ করে যেমনটা (বাকের ভাই)। ভাল কাজের জন্য অবশ্যই ভাল মানের গল্প এবং বাজেট থাকা লাগবে, ডিরেক্টর এবং প্রডিউসাররা যদি আমাকে ভাল কিছু করার সুযোগ করে দেয় আশা করছি নিজেকে প্রমাণ করতে সুযোগ পাবো। (সিকিউরিটি গার্ল) নাটকে আমার চরিত্রটা খুবই সুন্দর ছিল, যা দর্শকের কাছে ভাল লেগেছে।

শওকত শোভনের উল্লেখযোগ্য নাটকের ভিতর, সিকিউরিটি গার্ল, তুমি ফুল নাকি ভুল, প্রেম কাহিনী, ভালবেসে রেখো, বন্ধুত্ব নাকি ভালবাসা, আহারে মন এবং প্রধান চরিত্রে বয়েজ এন্ড গার্লস, ভাইয়ের মাথা গরম নামে নাটক প্রচার হয়েছে, এক হাতে তালি বাজে না, অস্থির ভাবী সহ বেশ কিছু একক চরিত্রে কাজ করা নাটক করা হয়েছে যা খুব শীঘ্রই দর্শক দেখতে পারবেন। সর্বশেষ এস.এ.হক অলিকের নির্মিত নাটক ‘জোনাকির আলো নেই’ নাটকের কাজ শেষ করেছেন শওকত শোভন।

Related Articles

Back to top button