অযাচিত হস্তক্ষেপ করছে ভারত : বিএনপির পর্যালোচনা
অনলাইন ডেস্ক: সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতের বক্তব্য, এরপর বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ভারতের প্রতিক্রিয়ার কঠোর সমালোচনাও করেছেন দলটির উচ্চ পর্যায়ের নেতারা।
বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে, যা কূটনীতিক শিষ্টাচারবহির্ভূত। গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় দলটির নেতাদের পর্যালোচনায় এ বক্তব্য উঠে আসে।
বৈঠকে আলোচ্যসূচি অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও পরবর্তী সময়ে সহিংসতায় একজন আইনজীবী নিহত, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ও কলকাতায় উপহাইকমিশনে হামলা এবং সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ‘বিতর্কিত’ মন্তব্যের বিষয়ে আলোচনা হয়।
এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উসকানিতে পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ‘জেনেভা কনভেনশনের বরখেলাপ’ বলে এর নিন্দা জানান। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য কালের কণ্ঠকে বলেন, ভারতের অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। এর আগে সেখানে অনেক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানদের ওপর অনেক নির্যাতনও হয়েছে। কিন্তু বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
তাহলে বাংলাদেশের বিষয়ে হঠাৎ তাদের দৃষ্টিভঙ্গি এতটা পরিবর্তন হল কেন?
বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা বলেন, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড, একজন হিন্দু নেতা গ্রেপ্তারের পর ভারত ও দেশটির গণমাধ্যমের ভূমিকা এবং বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ ও হামলা—পুরো বিষয়টি যে পরিকল্পিত তা স্পষ্ট হয়ে গেছে। দলটির দায়িত্বশীল নেতারা মনে করেন, ভারতের বক্তব্য-কর্মকাণ্ড পুরোপুরি উসকানি ও দুরভিসন্ধিমূলক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমদু টুকু কালের কণ্ঠকে বলেন, ‘ভারত অযাচিতভাবে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করছে। এটি কোনোভাবেই প্রতিবেশীসুলভ আচরণ হতে পারে না। ভারতের অভ্যন্তরে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটলেও আমরা কূটনৈতিক শিষ্টাচার অতিক্রম করিনি।
’
তিনি বলেন, ‘শেখ হাসিনার পতনের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। তাদের মধ্যে হাসিনাপ্রীতি কাজ করছে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, এসব ঘটনায় তা-ই প্রমাণ হয়।’
বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে এমন অভিযোগ তুলে ভারত ও ওই দেশের গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করছে ভারত।
বৈঠকে নেতারা মনে করেন, এসব ঘটনার সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত। দেশে হামলা ও সহিংসতার যেসব ঘটনা ঘটছে তার সঙ্গেও আওয়ামী লীগের নেতাদের ইন্ধন ও কর্মীদের অংশগ্রহণ রয়েছে।
বৈঠক সূত্র জানায়, ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি আজকালের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারি দেখানোর কথা রয়েছে।
মির্জা ফখরুলের বিবৃতি
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ‘জেনেভা কনভেনশনের বরখেলাপ’ বলে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।
মির্জা ফখরুল বলেন, ‘ভারত সরকার ও সে দেশের জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে। আমরা আশা করব, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন।’
বিবৃতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনকালের যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
এর আগে গতকাল সকালে নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই। চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না। রিজভীর অভিযোগ, কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে-উসকানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
২১ আগস্ট মামলার রায়ে সন্তুষ্টি
২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে নেতারা বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে মামলাটি উদ্দেশ্যমূলক ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। বৈঠকে দলের নেতারা বলেন, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রকল্প নিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা তারই একটি অংশ।
বিএনপিও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে
বৈঠকে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, টাকা পাচারের ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। দলটি পাচার করা অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগ চায়। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি দলীয়ভাবে অর্থপাচারসহ পুরো অর্থনীতি বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এ জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে কনসার্ট করবে বিএনপি
বিজয় দিবস উপলক্ষে বিএনপি দেশীয় শিল্পীদের নিয়ে ঢাকায় বড় ধরনের কনসার্টের আয়োজন করবে। মূলত বিজয় দিবসের অনুষ্ঠানে নতুনত্ব ও জাঁকজমকপূর্ণভাবে করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানে ভারত কিংবা পাকিস্তানের কোনো শিল্পী থাকবেন না। শুধু দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্ট করবে দলটি।