ভারত-পাকিস্তান দ্বন্দ্বের সুবিধা নিতে চায় বিসিবি
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর বাকি আর মাত্র দু’মাস। অথচ, এই আসরটি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ঝুলে আছে টুর্নামেন্টের ভবিষ্যৎ। ৮ দল নিয়ে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টটি হওয়ার কথা থাকলেও সেখানে এখন বাধা ভারত।
ভারত বলছে, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে না তারা। তাদের চাওয়া হাইব্রিড মডেল। যেই মডেল অনুসরণ করে নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে চায় তারা। এদিকে এমন দাবি মানতে নারাজ পাকিস্তান। নিজেদের মাটিতেই সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। তবে শেষ পর্যন্ত ভারতের দাবির মুখে যে তাদের সিদ্ধান্ত পাল্টাতে হবে তা একরকম নিশ্চিত-ই। আর এই পরিস্থিতিতেই দুই দেশের দ্বন্দ্বে লাভের গুড় খেতে চায় বিসিবি।
পাকিস্তান যদি হাইব্রিড মডেল প্রস্তাবে সম্মত হয়। তাহলে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চায় বিসিবি। সেক্ষেত্রে ভারত যদি টুর্নামেন্টের ফাইনালেও উঠে সেই ম্যাচটিও হবে বাংলাদেশে। তাছাড়া একই গ্রুপে পড়ায় ভারতের বিপক্ষে নিজেদের মাটিতেই ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এর বাইরেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচটিও হবে তখন বাংলাদেশে। যা লুফে নিতে আগ্রহী বিসিবি। যে কারণে পাকিস্তান রাজি হলে টুর্নামেন্টের একটা অংশ আয়োজন করতে প্রস্তুত আছে বিসিবি। বিসিবি সূত্রে এমন তথ্য দিয়েছে দেশের অন্যতম একটি গণমাধ্যম।
তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে, ৫ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসি সভায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বৈঠক হবে। সেখানে টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ হবে। আর সেখানে যদি হাইব্রিড মডেল প্রস্তাব গৃহীত হয় তবে টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চায় বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তার মন্তব্য, ‘চ্যাম্পিয়নস ট্রফির কয়েকটি ম্যাচ যদি আমরা আনতে পারি, এর চেয়ে ভালো আর কী হতে পারে!’
পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে মুঠোফোনে এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আলাপ–আলোচনা হয়েছে বলেও জানিয়েছে সূত্র। আলোচনায় চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে বাংলাদেশের সমর্থন চেয়েছেন নাকভি। ফারুকও নাকি চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে হলে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহের কথা জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ সরাসরি কিছু না বললেও তার কথায় বিসিবির আগ্রহের দিকটি পরিষ্কার, ‘এ ব্যাপারে এখনই মন্তব্য করতে পারছি না। তবে হ্যাঁ, কিছু একটা চেষ্টা তো হবেই।’
আইসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতির আজ দুবাই যাওয়ার কথা। সেখানেই সিদ্ধান্ত হবে। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হলে সেটার দাবিদার এখন বাংলাদেশও। যদিও ভারত প্রথম থেকেই তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলার দাবি করে আসছে।