আট হাজার এমএএইচের বিশালাকার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি জিটি৮ প্রো
অনলাইন ডেস্ক: রিয়েলমি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি৮ প্রো-তে আট হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি যুক্ত করার পরিকল্পনা করেছে। সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এ তথ্য জানিয়েছে। খবর গিজচায়না।
রিয়েলমি গত বছর সাড়ে ছয় হাজার এমএএইচের ব্যাটারির জিটি৭ প্রো উন্মোচন করেছিল, যেখানে সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এ প্রযুক্তি ব্যাটারির আকার না বাড়িয়েও উচ্চ সক্ষমতা নিশ্চিত করতে সক্ষম। নতুন মডেলটি আরো উন্নত ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
রিয়েলমি জিটি৮ প্রো মডেলের জন্য তিনটি ভিন্ন ব্যাটারি প্রটোটাইপ পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে আট হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াট চার্জিং স্পিড থাকবে। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ১ ঘণ্টা ১০ মিনিট। এছাড়া সাড়ে সাত হাজার এমএএইচ ব্যাটারিতে থাকবে ১০০ ওয়াটের চার্জিং স্পিড। ডিভাইস দ্রুত চার্জ ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্স নিশ্চিত করবে। আর সাত হাজার এমএএইচ ব্যাটারিতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ব্যাটারিটি মাত্র ৪২ মিনিটে পুরোপুরিভাবে ডিভাইসকে চার্জ করতে সক্ষম হবে।
উন্নত সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহারের কারণে ব্যাটারির সক্ষমতা উন্নত হচ্ছে। এটি স্মার্টফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করবে এবং ডিভাইসের ওজন ও পুরুত্ব কমাবে। অপোসহ অন্যান্য ব্র্যান্ডও এ প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে এ প্রযুক্তি আরো বিস্তৃতি লাভ করবে।
রিয়েলমি জিটি৮ প্রো বাজারে আনতে কিছুটা সময় লাগবে। তবে রিয়েলমি জিটি৭ প্রো শিগগিরই ভারতের বাজারে উন্মোচন হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, রিয়েলমি জিটি৮ প্রো আট হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে বাজারে এলে এটি স্মার্টফোন শিল্পে বড় ধরনের পরিবর্তন আনবে। ব্যাটারির উচ্চ সক্ষমতা ও দ্রুত চার্জিং প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা সৃষ্টি করবে।