বিসিএস পরীক্ষায় আবেদন ফি কমানোর প্রস্তাব পিএসসির

নিজস্ব প্রতিবেদক: বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম সার্ভিস কমিশন (পিএসসি)। আবেদন ফি ৭৫০ টাকা থেকে ৩৫০ টাকা, আর ভাইভা নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করেছে তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে পরীক্ষার আবেদন ফি ও ৪৪তম বিসিএস থেকে ভাইভার বিষয়টি কার্যকর হতে পারে।
আজ সোমবার পিএসসির একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি ছিল বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার। এটা শুধু বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নয়, সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে এ প্রস্তাব করা হয়েছে। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষার স্থলে ১০০ নম্বর করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
এর আগে, পিএসসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েঢছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘বিসিএস ভাইভাতে ২০০ নম্বরের বদলে ১০০ নাম্বার; আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা। শিক্ষার্থীবান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’
এর আগে, গত গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস থেকে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।




