আড়াল ভাঙলেন ফারিয়া শাহরিন, জানালেন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্যদিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র সুবাদে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। পরিচিতি পান ‘অন্তরা’ নামে।

এদিকে, ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন ফারিয়া। আর চলতি বছর মে মাসে মা হওয়ার সুখবর দেন তিনি। এরপর থেকেই শোবিজে অনিয়মিত অন্তরা’খ্যাত এই অভিনেত্রী। দীর্ঘদিন পর কাজে ফেরার ঘোষণা দিলেও আপাতত নাটক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল রবিবার রাতে এক ফেসবুকবার্তায় এ কথা জানান ফারিয়া।

অভিনেত্রীর কথায়, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, দুঃখিত আমি কারো ফোন ধরতে পারিনি। মেসেজের উত্তরও দিতে পারিনি। কারণ ওই ফোনটা আমি অনেক দিন ব্যবহার করিনি। তাই সবার উত্তর একসঙ্গে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করব এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করব, ধন্যবাদ।’

Related Articles

Back to top button