সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে ভূঞাপুরে আনন্দ মিছিল
অনলাইন ডেস্ক: সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর কারা মুক্তিতে টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ উচ্ছ্বাস ও আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকাল থেকে উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন- আব্দুস সালাম পিন্টুকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সালাম পিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছিল বলে অভিযোগ করেন এবং ন্যায়বিচারের মাধ্যমে তিনি মুক্তি পেলেন।