সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে সাধারণ মানুষ সন্তুষ্ট নয়: প্রশাসন সংস্কার কমিশনের প্রধান

অনলাইন ডেস্ক: প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে সাধারণ মানুষ সন্তুষ্ট নয়।গণশুনানিতে সংস্কার নিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে বলে তিনি জানান।

রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে প্রশাসন সংস্কার কমিশনের ১১তম বৈঠক শেষে এ কথা বলেন কমিশন প্রধান। বলেন, সংস্কারের প্রয়োজনে সাধারণ মানুষের কথা শোনা হচ্ছে। কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে কমিশন। তবে সব সুপারিশ বাস্তবায়ন হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, জাল ফেললে সব মাছ ধরা পরে না।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, প্রথম শ্রেণির কর্মকর্তাদের ‘ক্যাডার’ বলা নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব রয়েছে। তাই বিসিএসে যে যেই ডিসিপ্লিন থেকে সেই পরিচয়ে যেন পরিচিত পায় এর সুপারিশ করা হবে। ‘জনপ্রশাসন’ না বলে জনসেবা শব্দটি ব্যবহারের সুপারিশও করবে কমিশন।

এ সময় কমিশনের সদস্য ও ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান বলেন, সচিব কোনো পলিটিকাল কথা বলতে পারবে না। জব ডেসক্রিপশন অনুযায়ী তাকে কাজ করতে হবে।

Related Articles

Back to top button