টেস্টে শচীনের কীর্তি গুঁড়িয়ে দিলেন রুট

অনলাইন ডেস্ক: টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজের একটি চতুর্থ ইনিংসে রান করা। যে কারণে চতুর্থ ইনিংসে অল্প পুঁজি নিয়েও অহরহ ম্যাচ জিততে দেখা যায় দলগুলোকে। সেই চতুর্থ ইনিংসেই এবার রান করে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জো রুট। চতুর্থ ইনিংসে রান করার বিচারে এই ব্যাটার এখন ছাড়িয়ে গেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটের জয়ের পথে এই কীর্তি গড়েছেন রুট। ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকার পথে এই কীর্তি গড়েছেন রুট। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি। তার রান ১৬৩০*। রুট এই রান করতে ৪৯ ইনিংস ব্যাট করেছেন।

রুটের আগে এই কীর্তি ছিল শচীনের নামের পাশে। চতুর্থ ইনিংসে ১৬২৫ রান ছিল শচীনের। যেই কীর্তি গড়তে শচীন খেলেছিলেন ৬০ ইনিংস। সেই কীর্তি এবার ১১ ইনিংস কম খেলেই ভেঙে দিয়েছেন রুট।

চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১০৪ রানের। সেই রান তুলতে ইংল্যান্ড সময় নিয়েছে মাত্র ১২.২ ওভার। যা ১০০ প্লাস রান চেজ করার সময় চতুর্থ ইনিংসে সবচেয়ে দ্রুততম।

১৫০তম টেস্ট খেলতে নেমে শচীনের রেকর্ড ভেঙে দেওয়ার আগে রুট পেরিয়ে যান স্বদেশীয় এলিস্টার কুক (১৬১১) এবং গ্রেম স্মিথের (১৬১১) রান। চতুর্থ ইনিংসে দুটো শতরান, আটটা ফিফটি রয়েছে রুটের। যেখানে তার গড় ৪০ প্লাস।

রুটের এই রানের মোট ৬২০ রান কাজে এসেছে ইংল্যান্ডের জয়ে। জাতীয় দলের জয়ের ক্ষেত্রে চতুর্থ ইনিংসে শচীনের রান ৭১৫। এই তালিকায় একমাত্র দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের রান ১০০০ পেরিয়েছে। টেস্টের মোট রান সংখ্যায় শচীনকে (১৫৯২১) পেরোতে হলে রুটকে (১২৭৭৭) এখনও করতে হবে ৩১৪৪ রান। যদিও শচীনের তুলনায় ইয়র্কশায়ারের এই সুপারস্টার ৫৫ ইনিংস কম খেলেছেন।

ক্রাইস্টচার্চ টেস্টের প্ৰথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে অভিষেককারী নাথান স্মিথের বলে ৪ বলে শূন্য করে ফিরতে হয় রুটকে। ১৫০ তম টেস্ট ম্যাচে ডাক করার কীর্তিতে রুট ছুঁয়ে ফেলেছিলেন স্টিভ ওয়া এবং রিকি পন্টিংকে।

টেস্টের চতুর্থ ইনিংসে সর্বাধিক রান

১৬৩০* – জো রুট (৪৯ ইনিংস)

১৬২৫ – শচীন টেন্ডুলকার (৬০ ইনিংস)

১৬১১ – গ্রেম স্মিথ (৪১ ইনিংস)

১৬১১ – অ্যালিস্টার কুক (৫৩ ইনিংস)

১৫৮৭ – শিবনারায়ণ চন্দ্রপল (৪৯ ইনিংস)

১৫৫২ – রাহুল দ্রাবিড় (৫৬ ইনিংস)

Related Articles

Back to top button