আখাউড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: আখাউড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার পৌর শহরের খড়মপুর মধ্যপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খাড়েরা এলাকার আল আমিন মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৯) এবং তার স্ত্রী আমেনা আক্তার (২২) বর্তমানে তারা খড়মপুর এলাকায় বসবাস করেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button