দুই সাদা-কালোর ম্যাচে রঙিন মোহামেডান

অনলাইন ডেস্ক: স্বাধীনতার আগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ছিল ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিশালী দল। ধীরে ধীরে তাদের শক্তি কমেছে। পেশাদার ফুটবলের যুগে এবারই প্রথম প্রিমিয়ার লিগে উঠেছে ক্লাবটি। তাদের অভিষেকটা ভালো হলো না। শুরুটা হলো বড়সড় হার দিয়ে। লিগে নিজেদের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে দাঁড়াতেই পারেনি। শুক্রবার গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই সাদা-কালোর ম্যাচে তারা বিধ্বস্ত হয়েছে ৬-০ গোলে। সাদা-কালোদের অধিনায়ক সুলেমান দিয়াবাতে করেছেন জোড়া গোল।

দেশের ফুটবলে একটি ইতিহাস ঢাকা ওয়ান্ডারার্স। ১৯৫০-৬০ সাল পর্যন্ত এক দশকে ঢাকার ফুটবলে সাতবার প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স। স্বাধীনতার পর হারিয়ে যায় মতিঝিল পাড়ার ক্লাবটি। নব্বইয়ের দশকে দ্বিতীয় বিভাগে নেমে বিশাল সমর্থকগোষ্ঠী হারায় ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি। ১৯৮৭ সালে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের কাছে হেরে তারা রানার্সআপ হয়। সাদা-কালোদের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতাকে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম ঘরোয়া ক্লাব প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দেখা হতো। সেই মোহামেডানের কাছে হার দিয়ে শীর্ষ লিগ শুরু করেছে ওয়ান্ডারার্স।

১৯৯৬ সালে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ফের নিজেদের উপস্থিতি জানান দেয় ওয়ান্ডারার্স। ওই বছর রানার্সআপ হয়ে প্রথম বিভাগে জায়গা করে নেয়। ২০১৮-১৯ সালে সিনিয়র বিভাগ ফুটবলে রানার্সআপ হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে ওঠে। গত বছর পেশাদার লিগের দ্বিতীয় স্তরের লিগে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো শীর্ষ লিগে জায়গা করে নেয় ঢাকা ওয়ান্ডারার্স।

গাজীপুরে জাদু দেখিয়েছে মোহামেডান। সাদা-কালোরা বিদেশি নিয়ে খেললেও ওয়ান্ডারার্স শুধু স্থানীয়দের নিয়ে একাদশ গড়েছিল। বিদেশিদের গোলের তোড়ে উড়ে গেছে তারা। মোহামেডান অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে দুই গোল করেন। এছাড়া দুই বিদেশি নাইজেরিয়ান এমানুয়েল সানডে ও ঘানার বুয়েটং আর্নেস্ট

এবং স্থানীয় ফুটবলার রাকিবুল ইসলাম ও সৌরভ দেওয়ান একটি করে গোল করেন।

এদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ২-১ গোলে পুলিশকে হারিয়ে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েছে। জয়ী দলের দুই গাম্বিয়ান ম্যাডি কেসে ও জাকারিয়া ডারবোয়ে একটি করে গোল করেন। পুলিশের হয়ে এক গোল শোধ দেন মানিক হোসেন মোল্লা।

Related Articles

Back to top button