কলকাতায় কাজ নেই, ঢাকামুখী টালিগঞ্জের নায়িকারা!

অনলাইন ডেস্ক: ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে নজর এখন কলকাতার নায়িকাদের। বাংলাদেশের সিনেমায় কলকাতার শিল্পীদের অভিনয়ের প্রচলন অনেক আগে থেকেই। তবে সাম্প্রতিক সময়ে যেন একটু বেশিই ঝুঁকছেন তারা।

কারণ? কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ কম। তাই ঢাকামুখী হচ্ছেন সেখানকার শিল্পীরা। গত দুই বছরে বাংলাদেশে কাজ করেছেন কলকাতার ইধিকা পাল, দর্শনা বণিক, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা ব্যানার্জি, কৌশানী মুখার্জিসহ আরও অনেকে। তারও আগে কাজ করেছেন শ্রাবন্তী, স্বস্তিকা, প্রিয়াঙ্কা, ঋতুপর্ণার মতো শিল্পীরা।

কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি একটি সিনেমায় কাজ করেছেন বলিউডের সোনাল চৌহান। এবার ঢাকাই সিনেমায় কাজ করেছেন কলকাতার নুসরাত জাহান। ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ নামে একটি সিনেমার। এ সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে নুসরাতকে। জানিয়েছেন, সুযোগ পেলে বাংলাদেশের সিনেমায় আরও কাজ করতে চান তিনি। প্রসঙ্গত, শাকিবের সঙ্গে ২০১৮ সালে ‘নাকাব’ নামে একটি সিনেমায় কাজ করেছিলেন নুসরাত।

Related Articles

Back to top button