আপিল বিভাগেও জামিন পাননি হলমার্কের জেসমিন

অনলাইন ডেস্ক: অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

একই সঙ্গে ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলার জামিন শুনানির জন্য তিন মাস পর ফের আসতে বলা হয়েছে।

আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান।

যদিও জেসমিন ইসলামের আইনজীবী ব্যারিস্টার কাজল আদালতকে বলেন, এই মামলা যে আইনে করা হয়েছে, তাতে সর্বোচ্চ সাজা সাত বছর জেল। কিন্তু তিনি জেলে আছেন ৮ বছর, এ যুক্তিতে তাকে জামিন দেওয়া হোক। তা ছাড়া দুদকও চার্জশিট দিতে পারছে না।

তবে দুদকের পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ অক্টোবর এ মামলায় চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে এখন কমিশন না থাকায় তা অ্যাপ্রুভ করা যাচ্ছে না। পরে আপিল বিভাগ তিন মাস জেসমিন ইসলামের জামিন শুনানি স্ট্যান্ডওভার রাখেন।

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় ২০১৯ সালের ১০ মার্চ হাইকোর্ট বিভাগ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।

২০১৯ সালের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন।

Related Articles

Back to top button