দেশ বাঁচাতে জরুরি ভিত্তিতে ঐক্য গড়ে এগোতে হবে

নিজস্ব প্রতিবেদক: গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অনেক সময় আমরা হারিয়েছি, আর হারানো যাবে না। এখন দেশ বাঁচাতে জরুরি ভিত্তিতে ঐক্য সৃষ্টি করে এবং সব মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ৯০’এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদ আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনৈক্যের জন্যই আমাদের আজকের এ অবস্থা উল্লেখ করে বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, ‘আজকে আমাদের প্রয়োজন হলো, যে দলগুলো আছে, তাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানো। জনগণকে সঙ্গে নিয়ে, মানুষকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে, অনৈক্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। একদিকে না গিয়ে আমরা বিভিন্ন দিকে ছুটব। এই জিনিসটাকে আমরা উপলব্ধি যত দ্রুত করি, ততই ভালো।’

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, করিম সিকদার, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান প্রমুখ।

Related Articles

Back to top button