এক ফ্রেমে শাকিব খান-আমিন খান, কিছু কি হতে চলেছে?

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা শাকিব খান ও আমিন খান। দর্শকদের কাছে দুই খান-ই অতি প্রিয় তারকা। একসঙ্গে দুজনকে সিনেমায় দেখা যেত, তাও প্রায় দুই যুগ আগে! তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড। এরপর বহুবছর রূপালি পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি এই দুই ড্যাশিং হিরোকে।

শুরু থেকে শাকিব বড়পর্দায় নিয়মিত থাকলেও একযুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। দিনে দিনে শাকিব খান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও আমিন খানকে আর সেভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে লেখালেখি করেন। কালেভদ্রে দু-একটি টিভিসি-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

অনেকে বলে থাকেন, শাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রি শাসন করছেন, তার সিনেমায় অন্যরকম ক্যারেকটার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের। এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মারকুটে ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে।

আমিন খান একাধিকবার বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষনীয় কোনও চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন।

এদিকে, বহুবছর পর একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন।

দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না! শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের টিশার্ট ও ক্যাপ পরে আছেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্রিত হয়েছেন কিংবা আগামীতে কোন কাজে তাদের একসঙ্গে দেখা যাবে কিনা তা পরিষ্কার জানা যায়নি।

একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হীরা চুনি পান্না’, ‘উত্তেজিত’, ‘হিম্মত’, ‘গরম খবর’, ‘সাত খুন মাফ’, ‘পিতার আসন’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘সমাধি’।

Related Articles

Back to top button