বড় হারের শঙ্কা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ 

অনলাইন ডেস্ক: অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ৩৩৪ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান পেসারদের তোপে ৭ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও প্রয়োজন ২২৫ রান। হাতে আছে মাত্র ৩ উইকেট। তাই শেষ দিনে বড় হার চোখ রাঙাচ্ছে টাইগারদের।

৩৩৪ রানের টার্গেট ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান।

তার বিদায়ের পর পরই সাজঘরের পথে ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। দলীয় ৭ রানে ১০ বলে ৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক শাহাদত হোসেন দিপু।

তবে দলীয় ২৩ রানে মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিপু ২২ বলে ৪ ও মুমিনুল ৩৬ বলে ১১ রান করে আউট হন।

এই দুই ব্যাটারের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস প্রতিরোধের চেষ্টা করেন। তবে ব্যর্থ হন তারা। দলীয় ৫৯ রানে ১৮ বলে ২২ রান করে আউট হন লিটন।

এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন মিরাজ। তবে দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ৪৬ বলে ৪৫ ও তাইজুল ইসলাম ৯ বলে ৪ রানে সাজঘরে ফিরে যান। ৩৬ বলে ১৫ রানে অপরাজিত আছেন জাকের।

Related Articles

Back to top button