ঐশ্বরিয়াকে ধন্যবাদ জানালেন অভিষেক

অনলাইন ডেস্ক: বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে গত একবছর থেকে সরগরম স্যোশাল মিডিয়া। সম্প্রতি এ গুঞ্জনকে বুড়ো আঙুল দেখালেন অভিষেক। এ দম্পতির বিচ্ছেদ গুঞ্জন যখন তুঙ্গে ঠিক সেসময় স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে এক বড়সড় ইঙ্গিত দিলেন অভিষেক বচ্চন।

কয়েকদিন আগে অবশ্য অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন অমিতাভ। তখন অনেকটাই স্পষ্ট করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিষেক বচ্চন হঠাৎই স্ত্রী ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন। জুনিয়র বচ্চন ঐশ্বরিয়াকে একজন দায়িত্বশীল এবং ত্যাগী মা হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘বাড়িতে আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমা করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বরিয়া রয়েছে আরাধ্যার সঙ্গে। আর সেইজন্য আমি ওর কাছে সত্যিই কৃতজ্ঞ।’

সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেক বচ্চনকে দেখা গেছে অর্জুন সেন নামে এক বাবার ভূমিকায়। আর সেই প্রেক্ষিতেই সন্তানদের জীবনে মায়েদের ভূমিকা নিয়ে বলতে গিয়ে ঐশ্বরিয়াকে মন থেকে ধন্যবাদ জানালেন অভিনেতা।

অভিষেকের কথায়, ‘সন্তানের জন্য প্রয়োজন হলে আপনি এক পায়েও পাহাড়ে উঠতে পারবেন। আসলে মায়েরা এমনই হয়। ওরা যা পারে করতে, কেউ সেটা পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা ভালো করে জানে না।’

এরপর অভিষেক আরও বলেন, ‘আমার মাকেও দেখেছি। আমাদের জন্য অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। মনে আছে, প্রতি রাতে আমরা ঘুমানোর পর আমাদের ঘরে দেখতেন।’

গত বছর থেকেই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গেছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে।

মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছায় যে, ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে এবার বোধহয় বরফ গলেছে। তাই জনসমক্ষেই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন অভিষেক বচ্চন।

২০০৭ সালে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিয়ে হয় অভিষেকের। ২০১১ সালে তাদের মেয়ে আরাধ্যার জন্ম হয়।

আরাধ্যার জন্মের পর চার বছর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন রাই সুন্দরী। ২০১৫ সালে সঞ্জয় গুপ্তার ‘জাজবা’ সিনেমার মাধ্যমে কাজে ফেরেন তিনি। গত ১০ বছরে সর্বজিৎ (২০১৬), অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬), ফ্যানি খান (২০১৮) এবং পোন্নিয়িন সেলভান ফ্র্যাঞ্চাইজি (২০২২-২৩)-র মতো হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

Related Articles

Back to top button