ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৭
অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনের।
বিএনপিবি মুখপাত্র আবদুল মুহারি সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৭ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নর্থ সুমাত্রা প্রদেশের চারটি ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারো জেলা। সেখানে একটি রিসোর্ট এলাকায় আকস্মিক বন্যার কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এছাড়া দেলি সেরডাং, সাউথ তাপানুলি এবং পেডাং লাওয়াস জেলায় আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগে বাড়ি-ঘর, মসজিদ এবং অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবদুল মুহারি আরও জানান, চলতি বছর দেলি সেরডাং এবং কারো জেলায় এটি তৃতীয়বারের মতো বন্যা ও ভূমিধসের ঘটনা। বর্ষাকালে ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে।
এ বছরের মে মাসে পশ্চিম সুমাত্রার মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ৬৭ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় ছাই, বালি এবং নুড়ির মিশ্রণ আবাসিক এলাকায় ভেসে এসে বিপর্যয় ডেকে আনে।