ম্যানচেস্টার ইউনাইটেডে হতাশায় শুরু আমোরিম অধ্যায়
অনলাইন ডেস্ক: বড় প্রত্যাশা নিয়ে রুবেন আমোরিককে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার শুরুটা অবশ্য হয়েছে হতাশায়। রবিবার কোচ হিসেবে রুবেন আমোরিমের অভিষেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খর্ব শক্তির দল ইপসউইচ টাউনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে অবনমন অঞ্চলে থাকা দলটির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে ম্যানইউ।
যদিওবা ইপসউইচের মাঠে ম্যাচের শুরুটা দারুণ করেছিল রেড ডেভিলরা। ম্যাচের ৮১ সেকেন্ডেই গোল করে ম্যানইউকে প্রথম এগিয়ে দিয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি সফরকারী দল। প্রথমার্ধের ৪৩ মিনিটেই ওমারি হাচিনসন গোল করে সমতায় ফেরান স্বাগতিক শিবিরকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোন দল গোল না পেলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ের দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল। আর্নে স্লটের শিষ্যরা এদিন ৩-২ গোলে পরাজিত করে স্বাগতিক সাউদাম্পটনকে। এই ম্যাচে অলরেডদের হয়ে জোড়া গোল করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে বাকী গোলটি করেন ডোমিনিক জোবোসজলাই।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ৩১ পয়েন্টে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপসউইচ তালিকার ১৮ নম্বরে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে সাউদাম্পটন।