বাথরুমে একা বসে দিনের পর দিন কেঁদেছেন শাহরুখ
অনলাইন ডেস্ক: নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে গেল শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গিয়েছে শাহরুখের। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটি ছবি সফল বক্স অফিসেও। যদিও তার আগে একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে টানা চার বছর। আসলে ‘জ়িরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ। যে ছবিতেই হাত দিয়েছেন সেটাই ব্যর্থ। সেই সময় নিজেকে দোষারোপ করতে থাকেন।
শাহরুখের মনে হতে শুরু করে, এই বিশ্বের কেউ তাঁর সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সেই সময় একাধিক বার নিজেকে স্নানঘরে আটকে রেখেছেন লম্বা সময় ধরে।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গেছে তার জীবনে। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে এবং তিনটি ছবিই সফল বক্স অফিসেও। যদিও তার আগে টানা চার বছর এ কিং খানের একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে।
হতাশার মুহূর্তের কথা আরও উল্লেখ করে শাহরুখ বলেন, আমি নিজেকে নিজেই বলেছি— চুপ কর, এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এবার এগিয়ে যাও। শাহরুখ নিজের ব্যক্তিগত জীবনেও ‘হার কার জিতনেওয়ালে কো বাজিগর কহতে হ্যায়’ মন্ত্রে বিশ্বাসী যেন।