বাংলাদেশে আসতে চলেছেন ব্রিটিশ রাজা

অনলাইন ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান সফর করতে পারেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মিরর।

গত শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় দ্রুতই এই সফর শুরু করতে পারবেন।

তবে এই ব্রিটিশ রাজা ও রানির সফরের নির্দিষ্ট সময় সম্পর্কে কিছুই জানা যায়নি।

গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইল মিরর জানায়, রাজ সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে আলোচনার করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দেশটিতে ব্রিটিশ রাজা ও রানির সফর নিয়ে উদ্বেগ রয়েছে।

Related Articles

Back to top button