অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার করলেন নতুন সিইসি
অনলাইন ডেস্ক: ‘ভালো নির্বাচনের’ প্রতিশ্রুতি দিয়ে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহিহ। আমি কনফিডেন্টলি বলতে পারি, ভালো নির্বাচন হবে।’ রোববার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে শপথ নেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে নাসির উদ্দীন বলেন, ‘জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) নির্বাচন আমরা করব।’
অন্তর্বর্তী সংস্কারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর আপনারা কাজ শুরু করবেন, নাকি এখন থেকে কাজ শুরু করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কিন্তু একটা নির্বাচন করতে গেলে আমাকে তো কিছু এসেন্সিয়াল সংস্কার লাগবে।’
সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কারের অপেক্ষার কথা জানিয়ে সিইসি বলেন, ‘কোথায় কোথায় রিফর্মের (সংস্কার) দরকার হবে, সেটা আমরা পাব।
নির্বাচন কমিশনকে সংস্কার করার জন্য সংস্কার কমিশন কাজ করছে। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি কোনটা কোনটা গ্রহণযোগ্য হবে। সেটা বাস্তবায়ন করতে হবে আমাদের।’
তিনি বলেন, ‘সংবিধান যদি ঠিক না হয়, তাহলে আমরা আমাদের যাত্রা এলোপাতাড়ি হয়ে যাবে।’
উল্লেখ্য, এর আগে এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে সিইসি এ এম এম মো. নাসির উদ্দীনসহ চার নির্বাচন কমিশনার (ইসি) শপথ নেন। কমিশনের অন্য সদস্যরা হলেন-সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।