ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে তার নির্বাচনি এলাকা থেকে করা হয়েছে। তাকে শিগগিরই ঝালকাঠির আদালতে হাজির করা হবে বলে জানা যায়।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় ‘মেহজাবিন’ নামে শাহজাহান ওমরের নিজবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে যায়।
প্রসঙ্গত, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর।

Related Articles

Back to top button