বিশ্বের সবচেয়ে ছোট স্কুটার আনলো হোন্ডা কোম্পানি
অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে ছোট স্কুটার আনছে জনপ্রিয় বাইকের ব্র্যান্ড হোন্ডা । এই স্কুটার আবার ফোল্ড করে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। ফোল্ড করার পর এটি দেখতে এমকদম একটি হ্যান্ড ব্রিফকেসের মতো মনে হয়। কাজের জায়গায় পৌছানোর পর স্কুটারটি ফোল্ড করে ডেস্কের নিচে রেখে দিতে পারবেন।
এটির নাম হোন্ডা মোটোকম্প্যাক্ট। যেটি বিশ্বের সবচেয়ে ছোট ফোল্ডেবল স্কুটার। হোন্ডার ছোট স্কুটার মোটোকম্প্যাক্ট প্রযুক্তি ও স্টাইলের অসাধারণ মিশ্রণ। এটি একটি ফোল্ডেবল ইলেকট্রিক স্কুটার, যা সহজেই বহনযোগ্য এবং পরিবেশবান্ধব। মূলত শহরের ব্যস্ত জীবনের জন্য ডিজাইন করা এই স্কুটারটি হালকা, সহজে ব্যবহারযোগ্য এবং স্টাইলিশ।
মোটোকম্প্যাক্টকে সম্পূর্ণ ফোল্ড করে ব্যাগের মতো আকারে নেওয়া যায়। এটি বাস, ট্রেন, বা অফিসে সহজে বহন করা সম্ভব। এর ভাঁজ করা অবস্থায় আকার মাত্র ২৯.২ ইঞ্চি x ২১.১ ইঞ্চি x ৩.৭ ইঞ্চি, যা যে কোনো ছোট জায়গায় রাখা যায়।
স্কুটারটির ওজন মাত্র ১৮.৭ কেজি, যা একটি ল্যাপটপ ব্যাগ বহনের মতোই সহজ। শহুরে যাতায়াতের সময় এটি গাড়ির ট্রাঙ্কে রাখা বা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিখুঁত সমাধান। মেটাল বডি-সহ সর্বোচ্চ ১২০ কেজি ওজন নিতে পারবে।
মোটোকম্প্যাক্টে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ১২ মাইল (প্রায় ১৯ কিলোমিটার) চলতে পারে। এটি সর্বোচ্চ ১৫ মাইল প্রতি ঘণ্টা (প্রায় ২৪ কিমি/ঘণ্টা) বেগে চলতে সক্ষম।
ইলেকট্রিক চালিত হওয়ায় এটি কোনো কার্বন নির্গমন করে না, যা পরিবেশবান্ধব পরিবহনের জন্য আদর্শ। স্কুটারটি যে কোনো ১১০ ভোল্টের বৈদ্যুতিক সংযোগে চার্জ করা যায়। মোটোকম্প্যাক্ট পুরোপুরি চার্জ হতে সময় নেয় মাত্র ৩.৫ ঘণ্টা। চার্জিং কেবল স্কুটারটির ভেতরেই রাখা যায়, যা বাড়তি সুবিধা যোগ করে।
মোটোকম্প্যাক্টের মিনিমালিস্ট ডিজাইন একে আকর্ষণীয় করে তোলে। এতে রয়েছে সহজ অপারেটিং সিস্টেম, যা নতুন ব্যবহারকারীদের জন্যও সুবিধাজনক। মূলত যারা শহরের ছোট দূরত্বে চলাফেরা করেন। যারা ভ্রমণের সময় ফোল্ডেবল এবং পোর্টেবল যানবাহন চান। যারা পরিবেশবান্ধব যাতায়াতে আগ্রহী। তরুণ এবং কর্মব্যস্ত পেশাজীবীদের জন্য এটি বিশেষ উপযোগী।
গাড়িতে স্পিডোমিটার এবং ব্রেকও রয়েছে গাড়িটির দাম ভারতে ৫৫ হাজার রুপি। হোন্ডার যে কোনো শো-রুম থেকে এই গাড়ি অর্ডার করা যায়। তবে আমাদের দেশে কবে আসবে এবং দাম কত হতে পারে তা এখনো জানা যায়নি। তবে যারা দেশের বাইরে আছেন তারা খুব সহজেই এই স্কুটার কিনতে পারেন।