ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল আগামী তিন দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীরের বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।

রাজধানীতে প্যাডেলচালিত রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশারও চলছে। আওয়ামী লীগ সরকারের সময় এই ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে অনেকবার চালকদের আন্দোলন করতে দেখা গেছে। 

Related Articles

Back to top button