কক্সবাজার এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
অনলাইন ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১৭ ও ১৮ নভেম্বর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের আবাসন সমস্যা দূরীকরণের লক্ষ্যে পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ এবং ‘স্বপ্নচূড়া’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধানের পত্নী সারাহনাজ কমলিকা জামান কক্সবাজারের রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ উদ্বোধন করেন। এছাড়া তিনি ‘রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’র পরিবর্তিত নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’র নতুন ফলক উন্মোচন করেন।
উল্লেখ্য, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন গত ২৪ সেপ্টেম্বর দেশ মাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের এক উজ্জল দৃষ্টান্ত হয়ে আছে।
অনুষ্ঠানে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারী এবং ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’র শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।