আইপিএলে কোন দলের হয়ে খেলতে চান রিশাদ

স্পোর্টস ডেস্ক: আসন্ন আইপিএল সামনে রেখে সপ্তাহখানেকের মধ্যেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যেখানে নাম দিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। বাকিদের মতো যাদের স্বপ্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে খেলা। নিলামে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটার মধ্যে নাম আছে রিশাদ হোসেনের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে লেগস্পিনে দ্রুতি ছড়িয়ে এখন তিনি স্বপ্ন দেখছেন আইপিএলে খেলার।

রোববার মিরপুরে গণমাধ্যমের ‍মুখোমুখি হয়ে রিশাদ জানিয়েছেন তার আইপিএলে খেলার তীব্র ইচ্ছের কথা। জানিয়েছেন কোন দলের হয়ে মাঠে নামতে চান তিনি।

আইপিএলে খেলার স্বপ্ন নিয়ে রিশাদ বলেন, ‘সবারই স্বপ্ন থাকে আইপিএলে খেলার, কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয়। আমি অনেক আশা করি না, যাতে আঘাত না পাই। সাধারণত আমি এভাবে চিন্তা করি না। আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না, আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি। কারণ সবকিছু আল্লাহর হাতে, যা হবে দেখা যাবে।’

কোন দলের হয়ে খেলতে চান রিশাদ, এমন প্রশ্নে এই লেগি জানান, ‘আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। মানুষের ভালো দিন বা খারাপ দিন হতে পারে, তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই। যেমন ধরুন, যদি আমি আশা করি চেন্নাই আমাকে নেবে এবং অন্য কোনো দল আমাকে নিয়ে নেয়, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তাই আমি এভাবে চিন্তা করি না।’

রিশাদের নিজের কোনো দল পছন্দ। এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, ‘সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি। কারণ সেখানে সাকিব ভাই (সাকিব আল হাসান) ও লিটন দা (লিটন দাস) খেলেছেন।’

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫

  • ১৭ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম
  • ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
  • ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
  • ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
  • ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

Related Articles

Back to top button