সাভারে নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্ক: সাভারে শান্তনা (২৫) নামের এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি নার্সারির ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নয়ন নামের এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি এলাকাবাসী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত মাথা ও হাত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অপরদিকে সাভারের বিভিন্ন এলাকা থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।

Related Articles

Back to top button