ট্রাম্পের রেকর্ড জয়, যা বললেন বিশ্ব নেতারা
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে ট্রাম্পের এই রেকর্ড জয়ের পর বিশ্ব নেতারা তাকে অভিনন্দনে যা বলেছেন…..
ইউক্রেন
ট্রাম্পের জয়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ট্রাম্পের ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতি ইউক্রেনে শান্তি আনতে সহায়ক হতে পারে। এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বৈশ্বিক বিষয়ে ‘শক্তির মাধ্যমে শান্তি’ পদ্ধতির প্রতিশ্রুতির প্রশংসা করি। এটি ঠিক সেই নীতি যা কার্যত ইউক্রেনে শান্তি আনতে পারে। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বে একটি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের যুগের অপেক্ষায় আছি।
বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী
ডোনাল্ড ট্রাম্পের জয়কে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন উল্লেখ করে অভিনন্দন জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে করা এক পোস্টে লিখেছেন, হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য এক নতুন অধ্যায়ের শুরু। এটি একটি বিশাল বিজয়! সত্যিকারের বন্ধুত্বের জয়। এই জয় ইসরায়েল ও আমেরিকার মধ্যে শক্তিশালী বন্ধুত্ব পুনঃস্থাপনের প্রমাণ।
আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিব
সম্পর্কের বিশ্বাসের পুনব্যক্ত কথা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ডোনাল্ড জে. ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। আমি আমার বিশ্বাস পুনর্ব্যক্ত করছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের মধ্যে সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের একটি অপরিহার্য স্তম্ভ।
নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী
ট্রাম্পেকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে নরেন্দ্র মোদি এক্সে বলেন, আমার বন্ধু…আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। আপনি আপনার আগের মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে এ জয় অর্জন করেছেন। আমি ভারত-মার্কিন বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সহযোগিতার জন্য উন্মুখ। আসুন একসঙ্গে কাজ করি। এছাড়াও আমাদের জনগণের উন্নতি এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।
ইমানুয়েল ম্যাকরন, ফ্রান্সের প্রেসিডেন্ট
বিশ্বাস ও সম্মানের কথা উল্লেখ করে ফ্রান্সের প্রেসিডেন্ট এক্সে বলেন, অভিনন্দন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের চার বছরে যেভাবে কাজ করেছি, সেভাবে বিশ্বাস, সম্মান ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
শিগেরু ইশিবা, জাপানের প্রধানমন্ত্রী
সাংবাদিকদের জাপানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের বিজয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। এছাড়াও জাপান-মার্কিন সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে।
মাও নিং, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বি চীন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সামঞ্জস্যপূর্ণ। আমরা পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান নীতি অনুসারে চীন-মার্কিন সম্পর্ক পরিচালনা করতে চাই।
জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক বিশ্বের অন্যতম উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাই। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব বিশ্বের ঈর্ষার কারণ।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি আমাদের উভয় দেশের জন্য আরও সুযোগ, সমৃদ্ধি এবং নিরাপত্তা তৈরি করতে একসঙ্গে কাজ করব।
তাইয়িপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, আমি আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাই। তিনি দীর্ঘ লড়াইয়ের পরে আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমেরিকান জনগণের পছন্দের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হয়েছে। আমি আশা করি- আঞ্চলিক ও বৈশ্বিক সঙ্কট, ফিলিস্তিন ইস্যু এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আমেরিকা আরও প্রচেষ্টা করবে।
ওলাফ স্কুলজ, জার্মান চ্যান্সেলর
তিনি এক্সে বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র আটলান্টিকের উভয় তীরে সমৃদ্ধি এবং স্বাধীনতার জন্য একসঙ্গে কাজ করবে। আমরা আমাদের নাগরিকদের সুবিধার জন্য এটি চালিয়ে যাবো।
সৌদি আরব
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক্সে জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড জে ট্রাম্প জয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
মাহমুদ আব্বাস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট
তিনি বলেছেন, আমরা শান্তির প্রতি আমাদের প্রতিশ্রুতিতে অটল থাকবে। আমরা আশা করছি, আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি জনগণের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন জানাবে।
কাইর স্টারমার, ব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রতিরক্ষায় একসঙ্গে কাজ করার আমাবাদ ব্যক্ত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক বিজয়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। আমি সামনের বছরগুলিতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। সবচেয়ে কাছের মিত্র হিসাবে; আমরা স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধের ভিত্তিতে প্রতিরক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।
মার্ক রুটে, ন্যাটোর সেক্রেটারি জেনারেল
তিনি এক্সের একটি পোস্টে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাই। আমাদের জোটকে শক্তিশালী রাখার জন্য তার নেতৃত্ব আবারও গুরুত্বপূর্ণ হবে। ন্যাটোর মাধ্যমে শান্তি এগিয়ে নিতে আমি আবারও তার সাথে কাজ করার জন্য উন্মুখ।
কাতার
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, আমরা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে ট্রাম্পের সঙ্গে ফের কাজ করার অপেক্ষায় আছি।
মিশর
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনকে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সহায়ক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন। এক্সে করা এক পোস্টে তিনি বলেন, আমি তার (ট্রাম্প) সর্বাত্মক সাফল্য কামনা করি… এবং আমরা একসঙ্গে শান্তিতে পৌঁছানোর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মিশর-মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের বন্ধুত্বপূর্ণ জনগণের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য উন্মুখ হয়ে আছি।
ইরান
তেহরানে মন্ত্রিসভার বৈঠকের পর ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সাংবাদিকদের বলেন, মার্কিন নির্বাচনের কারণে ইরানিদের জীবিকা প্রভাবিত হবে না। তার কথায়, মার্কিন নির্বাচন আসলে আমাদের ব্যবসা নয়। আমাদের নীতিগুলো স্থির। এগুলো ব্যক্তির ওপর ভিত্তি করে পরিবর্তিত হয় না।
হামাস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির কর্মকর্তা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ট্রাম্পের বিজয় তার আগের বক্তব্য ‘কয়েক ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধ বন্ধ করতে পারবেন’ সে কথা বাস্তবায়নের পরীক্ষা। ডেমোক্র্যাটিক পার্টির এই পরাজয় গাজার প্রতি তাদের নেতৃত্বের “অপরাধী অবস্থানের” স্বাভাবিক মূল্য। আমরা ট্রাম্পকে জো বাইডেনের ভুল থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানাই। ফিলিস্তিনি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে তাদের “অন্ধ সমর্থন” বন্ধ করতে হবে। কারণ এটি ভবিষ্যতে আমাদের জনগণ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় শঙ্কা।
রাশিয়া
ট্রাম্পের জয়ের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি “বন্ধুত্বহীন দেশ” হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানানোর বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনও পরিকল্পনার বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, “আমাদের প্রতি তাদের নির্দিষ্ট পদক্ষেপ ও কথার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।”
ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুধু মিত্র নয়। আমরা আমাদের জনগণের মধ্যে একটি সত্যিকারের অংশীদারিত্বের মাধ্যমে আবদ্ধ, ৮০০ মিলিয়ন নাগরিককে একত্রিত করছি। তাই আসুন একটি শক্তিশালী ট্রান্সঅ্যাটলান্টিক এজেন্ডায় একসঙ্গে কাজ করি।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেছেন, ২৭-জাতি ব্লক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের “একটি স্থায়ী জোট এবং একটি ঐতিহাসিক বন্ধন রয়েছে। মিত্র এবং বন্ধু হিসেবে, ইইউ আমাদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছে।
পাকিস্তান
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি পাকিস্তান-মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী এবং প্রসারিত করতে নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।