অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন 

অনলাইন ডেস্ক: বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (৬ নভেম্বর) সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তিনি ট্রাম্পকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর এবিসি নিউজের।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একইসঙ্গে দেশকে একত্রিত করতে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এ ছাড়া বাইডেন ট্রাম্পকে তার সঙ্গে হোয়াইট হাউসে দেখা করার আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, বৈঠকটি শিগগিরই অনুষ্ঠিত হবে।

স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছেন। সেই সঙ্গে বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে একটি মসৃণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

এ ছাড়া বাইডেন বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি কমলাকে তাকে তার ঐতিহাসিক প্রচারণার জন্য অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Back to top button