পটুয়াখালী-৩ আসনে নুরকে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার বিষয়ে যা বললেন গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হককে (ভিপি নুর) সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এ আসনটি ভিপি নুরের সংসদীয় এলাকা।

গত ২২ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) এ চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

চিঠি পাওয়ার এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার।

এদিকে খবরটি ফেসবুকে প্রকাশের পরপরই বিষয়টি সম্পর্কে অনেকেই সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনিকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন তার মতামত বা মন্তব্য। সে বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, বাস্তবতা হলো- বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না আর এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়াও নেই!

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী যা করেন তা সবই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে করেন। আর জনাব তারেক রহমান যা করেন তা নিজের ইচ্ছায় স্বাধীন ভাবে করেন।

জনাব নুরুল হক নুরু দীর্ঘদিন থেকেই জনাব তারেক রহমানের প্রিয়জন এবং বিশ্বস্ত ব্যাক্তি। জনাব নুরু গোপনে এবং প্রকাশ্যে বিএনপির জন্য অনেক ঝুঁকি নিয়েছেন। বিএনপি একটি কৃতজ্ঞ দল এবং জনাব তারেক রহমানের কৃতজ্ঞতাবোধ সর্বজনবিদিত।

সুতরাং তিনি যদি তার দুঃসময়ের সহযোদ্ধা এবং একান্ত অনুগত ও বিশ্বস্ত মানুষকে কোনো কিছু দিতে চান তা অবশ্যই প্রশংসনীয়!

Related Articles

Back to top button