‘গাজা যুদ্ধ বন্ধ করতে সব করব’, নির্বাচনের আগে সুর নরম কমলার

অনলাইন ডেস্ক: আগামীকাল মঙ্গলবার ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। আর একদিনও সময় নেই। কালকের সূর্যই ঠিক করে দেবে দেশটির আগামী প্রেসিডেন্ট কে হতে চলেছে। মার্কিনদের মন পেতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কমলা ও ট্রাম্প। ভোটের মুখে এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলার মুখেও শোনা গেল গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি।

স্থানীয় সময় রবিবার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ‘এটা (গাজা যুদ্ধ) ধ্বংসাত্মক। আমি যদি প্রেসিডেন্ট হই তবে গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতার মধ্যে সব কিছু করব।’ যুযদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ইসরাইলের নিরাপত্তার কথা উল্লেখ করে কমলা বলেন, ‘বন্দিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে, ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে, তা নিশ্চিত করতে অবশ্যই কাজ করব।

এর আগে ইসরাইলকে সমর্থন করার জন্য আগে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে কমলা হ্যারিসকে। ইসরাইলের প্রতি সমর্থনের জন্য মিশিগানে আরব আমেরিকান ভোটারদের কমলার ওপর ক্ষোভ ছিল। তবে এই ডেমোক্র্যাট প্রার্থী সুর নরম করে বলেছেন, ‘গাজায় মৃত্যু ও ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুতির কারণে এই বছরটি খুব কঠিন ছিল। এখন শান্তির পথে হাঁটা উচিত সকলের।’

জোরকদমে চলছে প্রস্তুতি। প্রচারপর্বে কোন ফাঁকফোকর রাখতে চাইছেন না কমলা। যদিও ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনকারীদের একাংশ ট্রাম্পকে সমর্থন করেছেন। এদিকে মিশিগানে প্রায় দুই লক্ষ ৪০ হাজার নিবন্ধিত মুসলিম ভোটার রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনকে সমর্থন করেছিলেন। এবারও তাদের থেকে একই ধরনের সমর্থন আশা করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা।

Related Articles

Back to top button