নিউইয়র্ক বসে যা মিস করছেন মৌসুমী, জানালেন কবে দেশে ফিরবেন

অনলাইন ডেস্ক: নন্দিত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। অনিন্দ্য অভিনয় দিয়ে যিনি জয় করেছেন অগণিত দর্শকের হৃদয়। অভিনেত্রী ছাড়াও তিনি মডেল হিসেবে কুড়িয়েছেন দর্শক প্রশংসা। পেয়েছেন ‘প্রিয়দর্শিনী’ খেতাব, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। মৌসুমী এবার তাঁর জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

গেলো বছর অক্টোবরে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। তবে তাঁর ইচ্ছে ছিল এরমধ্যে একবার দেশে ফেরার। আপাতত দেশে ফিরছেন না বলে জানিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে তাঁর ভক্তরা দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন বলে জানান মৌসুমী।

মৌসুমী বলেন, ‘দেশের বাইরে আছি বলে জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই। একমাত্র কন্যা ফাইজার সঙ্গে কাটাব দিনের বেশির ভাগ সময়। হাতে যদি সময় থাকে তাহলে ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। বাসায় আমি নিজের হাতেই রান্না করতে চাই, একটা কেকও বানানোর ইচ্ছা রয়েছে। ফাইজার নানি ও খালামনিও আছেন এখানে। সবাইকে নিয়ে জন্মদিনের আনন্দময় সময়টা নিজের মনের মতো করে কাটাতে চাই। খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এই মুহূর্তে সঙ্গে থাকলে সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত। দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদযাপন খুব মিস করছি। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে নিজের, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’

কবে দেশে ফিরবেন? এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘এরইমধ্যে দেশে একটা বার ঘুরে আসার ইচ্ছে ছিল। শেষমেশ নানা কারণে আর দেশে আসা হলো না। হাতে ব্যক্তিগত কিছু কাজ রয়েছে। এটি শেষ করেই দেশে আসতে চাই।’

নব্বই দশকে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মৌসুমী। তাঁর অভিনীত ‘রেশমী’ চরিত্রটি দর্শক প্রশংসা কুড়ায়। সিনেমায় তাঁর নায়ক ছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। এরপর ধারাবাহিকভাবে অভিনয় করে যাচ্ছেন। ১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে– ‘দোলা’,‘ আত্ম অহংকার’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘গরিবের রানী’, ‘প্রিন্সেস ডায়ানা’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘বউয়ের সম্মান’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘তারকাঁটা’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘দুই বধূ এক স্বামী’ ইত্যাদি। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’ নামে দুটি সিনেমা পরিচালনাও করেছেন এ অভিনেত্রী।

Related Articles

Back to top button