চলতি বছর ডেঙ্গুতে ৩০০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মোট মৃত্যু ৩০০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২০ জন, সিলেট বিভাগে পাঁচজন, ঢাকা বিভাগে ৩৫ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ৫৭ হাজার ৯৩৮ জন রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১৯৯ জন। এর মধ্যে ৬৩ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক সাত শতাংশ নারী।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। সূত্র: দৈনিক সমকাল

Related Articles

Back to top button