মুন্সীগঞ্জে জেলা কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি একটি চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২ মাসেরও কিছু বেশি সময় ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ওই কয়েদিকে।

মৃত আবুল কাশেম সদর উপজেলার মহাকালি ইউনিয়নের কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদের পুত্র।

মুন্সীগঞ্জ কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকেলে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান- বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।’

জেলার আরও জানান, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর হতে পারে।সূত্র: দৈনিক ইত্তেফাক

Related Articles

Back to top button