কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে নৌকা সরিয়ে সূর্য-কলম যুক্ত

অনলাইন ডেস্ক: পর্যটন নগরীর সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। ১৯৬২ সালে যাত্রা করা কলেজটির লোগোতে ফের পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠাকালীন লোগোতে সমুদ্রের ঢেউয়ের উপর জ্বলন্ত মোমবাতি ছিল। ২০১৮ সালের দিকে সেই মোমবাতি সরিয়ে সেখানে দুটি পাল তোলা নৌকা লাগানো হয়েছিল। দরিয়ানগরের কলেজ হিসেবে সাগরে ভাসমান নৌকা লাগানো হয় বলে তখন প্রচার করা হয়েছিল। এখন সেই লোগোর মাঝখান থেকে শুধুমাত্র নৌকা দুটি সরানো হয়েছে। এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম। মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।

আওয়ামী লীগ সরকার পতনের এ ঢেউয়ে লোগো হতে নৌকা সরিয়ে নেয়ায় কলেজ লোগো হতে আওয়ামী লীগের অপছায়া দূর হয়েছে বলে মনে করছেন একটি মহল। ১৫ বছর পর কলেজ ক্যাম্পাসে আবার প্রকাশ্যে আসা ছাত্রশিবিরের চাপে কলেজ কর্তৃপক্ষ নৌকা সরিয়ে নিয়েছে বলে মনে করছেন তারা। তবে, এখানেও ঢাল হিসেবে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের চাপের কথা সামনে আনা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা কথা বলা হচ্ছে।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, প্রতিষ্ঠাকালীন সময়ে কলেজ লোগোতে দুইটি জ্বলন্ত মোমবাতি ছিলো মাঝখানে। ২০১৮ সালে সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিলো বলে উল্লেখ করেন তিনি।

কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণে উল্লেখ রয়েছে: প্রথমত, ২১টি তারা মানে একুশে ফেব্রুয়ারি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়। দ্বিতীয়, এরপর কলেজের নাম কক্সবাজার সরকারি কলেজ। তৃতীয়ত, পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)। চতুর্থত, বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)। পঞ্চমত, উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)। ষষ্ঠত, সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষানুরাগী কয়েক ব্যক্তি বলেন, সার্বজনীন কিছু বিষয়ে ব্যক্তি বা দলীয় মনোবৃত্তি প্রকাশ করা চরম অজ্ঞতা। রাষ্ট্রীয় স্থাপনায় দলীয় ক্ষমতাকালে পুরোনো নাম বদলানো যেমন উচিত নয়, তেমনি কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন লোগোতে নিজস্ব ক্ষমতাকালে কোন কিছু পরিবর্তন অনুচিত। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হয়।

Related Articles

Back to top button