জুলাই গণহত্যা মামলায় প্রথম কারাগারে মিরপুরের সাবেক ডিসি

অনলাইন ডেস্ক: জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশি পাহারায় তাকে রংপুর থেকে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। নতুন করে গঠনের পর এই প্রথম কোনো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

এদিন সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

গত ১৩ই আগস্ট প্রেসিডেন্টের আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

Related Articles

Back to top button