সারজিসের আগমনের প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিসের আলমের রংপুর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি। শনিবার দুপুর ১২টায় নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নেতৃত্বে বিক্ষোভটি বের হয়। এ সময় তারা সারজিস ও হাসনাতের রংপুর আসার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তারা রংপুরের মাটি এরশাদের ঘাঁটিতে তাদের প্রতিহতের করার ঘোষণা দেন।

মিছিলটি নগরীর পায়রা চত্বরে প্রেসক্লাবের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের পায়রা চত্বরের এসে সমাবেশ করে তারা। সমাবেশে তারা সারজিস ও হাসনাতকে প্রতিহত করার ঘোষণা দেন।

সমাবেশে মোস্তফা বলেন, ‘সমন্বয়ক সারজিসের একাই রংপুরে আসার সক্ষমতা নাই। এ কারণে আইজিপির সঙ্গে এসেছে। এটা কাপুরুষতার পরিচয়। আমরা যেখানেই সারজিস ও হাসনাতকে পাব সেখানেই প্রতিহত করব।’

এরই মধ্যে সারজিস আইজিপির সঙ্গে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ আবু সাইদের বাড়িতে কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে বৈঠক করেন। পরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী এবং অডিটোরিয়ামে শহিদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিকদের সঙ্গে বৈঠকেও আইজিপির সঙ্গে ছিলেন। অপর সমন্বয়ক হাসনাত আসার কথা থাকলেও তিনি আসেননি।

উল্লেখ্য, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর দাবি করে সংলাপে না ডাকার জন্য আলটিমেটাম দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। এই বক্তব্যের প্রতিবাদে তাদেরকে গত সপ্তাহে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ঘোষণার পর শনিবার রংপুর আসলেন সমন্বয়ক সারজিস আলম।

Related Articles

Back to top button