লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার বড় জয়

অনলাইন ডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগোর বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে রবার্ট লেভানদোভস্কি জোড়া গোল করেন। এছাড়া লামিনে ইয়ামাল ও রাফিনিয়া বাকিও দুটি করে গোল করেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে রাতটা নাকি লম্বা হয়। গত বুধবার ইউরোপিয়ান রাতেও সবাই তা দেখেছে। বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়ার পর ৫ গোল করেছে রিয়াল মাদ্রিদ। তারপর মাত্র কয়েক দিনের ব্যবধানে ডর্টমুন্ডেরই দেশের এক ভদ্রলোক কি না মুদ্রার অপর পিঠও দেখিয়ে দিলেন!

প্রথমার্ধে পাতলেন অফসাইডের ফাঁদ। তাতে আটকে কিংবা লটকে জেরবার হলো রিয়ালের আক্রমণভাগ। বিরতি শেষে ম্যাচের ৫৬ মিনিটের পর থেকে রাতটা উল্টো রিয়ালের জন্যই লম্বা হতে শুরু করল! যেন শেষ বাঁশি বাজতে যত দেরি হবে, বিপদ তত বাড়বে! ৫৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৪ মিনিটের মধ্যে সেটাই ৪-০!

এর আগে রিয়াল মাদ্রিদ টানা চার এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়েছিল। তবে শনিবার লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে এবারের আসরের পয়েন্ট তালিকার নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো হান্সি ফ্লিকের শিষ্যরা।

এদিন ঘরের মাঠে প্রথমার্ধে সুযোগ তৈরি করেও বল জালে জড়াতে ব্যর্থ হয় রিয়াল। অন্যদিকে ম্যাচের ৫৩ মিনিটে গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৬০তম মিনিটে এমবাপ্পের শট সহজেই আটকে দেন পেনা। এর চার মিনিটের মাথায় ভিনিসিউসের বাড়িয়ে দেয়া বলে সুবর্ণ সুযোগ মিস করেন এমবাপ্পে। পরে ৬৬ মিনিটে বল জালে পাঠান এমবাপ্পে। তবে অফসাইডের কারণে ওই গোলটি বাতিল করেন রেফারি।

তবে ৬৬ মিনিটের পরপর প্রতিআক্রমণে দ্রুত ওপরে উঠে বাঁয়ে পাস দেন ডি ইয়ং। সে বল রাফিনিয়া ধরে পাস দেন লেভাকে। সে সময় লেভা শট নিলেও গোলপোস্টে লেগে তা প্রতিহত হয়। অন্যদিকে ৬৮ মিনিটে অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন লেভানদোভস্কি।

Related Articles

Back to top button