শেয়ার বাজারে ফের বড় দরপতন, কমেছে লেনদেনও

অনলাইন ডেস্ক: দেশের শেয়ার বাজারে আবারও বড় দরপতন হয়েছে। দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বুধবারের এ দরপতনে হতাশ বিনিয়োগকারীরা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি কমেছে ৭১ পয়েন্টের বেশি। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

বাজার বিশ্লেষকরা বলেছেন, নানা অনিয়ম ও কারসাজির কারণে পুঁজিবাজার নিয়ে এমনিতেই বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছে। এর মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি হওয়ায় এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে।

লেনদেন চিত্র পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৯ পয়েন্টে নেমে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯২ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫৮ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৬ কোটি ২৩ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো; এনআরবি ব্যাংক, গ্রামীণফোন, টেকনো ড্রাগস, ব্ল‍্যাক ব্যাংক, ফারইস্ট নিটিং, মিডল্যান্ড ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ১৯৪টি কোম্পানির মধ্যে ৩৮টির দাম বেড়েছে। কমেছে ১৩১টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১২১ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৬৭ লাখ টাকা।

Related Articles

Back to top button